Growdemia — ভালো অভ্যাসে গড়ে উঠুক মন, বিকশিত হোক সমাজ।
Growdemia-তে আমরা বিশ্বাস করি—মহৎ কোনো কিছুই এক দিনে হয় না; শুরু হয় সর্বপ্রথম ছোট ছোট অভ্যাস থেকে।
একটি গুছানো ডেস্ক, ক্লাসে কৌতূহলী একটি প্রশ্ন, বাবা-মায়ের ঘুমের আগে বলা গল্প, একজন কিশোরের জীীবনের প্রথম বাজেট
তৈরি—এসব ছোট্ট রুটিনই শিকড় হয়ে আজীবনের কৌতূহল, আত্মবিশ্বাস ও সমাজে অবদানে রূপ নেয়। আমরা সেই ভবিষ্যৎই নির্মাণেই
কাজ করছি।
বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া Growdemia’র যাত্রা শুরু হয়েছিল একটি ছোট্ট স্বপ্ন থেকে—প্রত্যেক ঘরে বিশ্বমানের শিক্ষা হোক সহজলভ্য, সাশ্রয়ী ও অভ্যাসকেন্দ্রিক। কয়েকটি অনলাইন গণিত-ইংরেজি ক্লাস থেকে শুরু হয়ে আজ Growdemia গড়ে তুলেছে পূর্ণ একটি ইকোসিস্টেম। আমাদের প্লাটফর্মে আছে-
আমাদের এই সকল কার্যক্রমের মাধ্যমে আমরা একটি ভ্যালু ক্রিয়েশন লোপ সৃষ্টি করতে চাই: শেখা → অনুশীলন → প্রতিনিয়ত এগিয়ে যাওয়া → সমাজ পরিবর্তনে অবদান রাখা।
শিশু, কিশোর, অভিভাবক ও লাইফলং লারনারদের —
ভালো
অভ্যাস গড়ে তুলে, মূল্যবান দক্ষতার অধিকারী করে, নিজের ও সমাজের জন্য অবদান রাখতে সহায়তা করা।
আমরা যেভাবে উক্ত লক্ষ অর্জনে কাজ করি—
1. বোঝার জন্য পাঠদান
• কন্সেপচুয়াল একাডেমিক কোর্স (গণিত, ইংরেজি, বিজ্ঞান ইত্যাদি)
• কোডিং, ডেটা সায়েন্স এবং দক্ষতা কেন্দ্রিক কোর্স
2. অভ্যাস ভিত্তিক কোর্স
• ফ্ল্যাগশিপ প্রোগ্রাম: দ্য সায়েন্স অফ গুড হ্যাবিটস
• হ্যাবিটস ট্র্যাকার, পীয়ার চ্যালেঞ্জ ও প্যারেন্ট গাইডেন্স প্যাক
3. শিশু-কিশোর, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় পণ্যের সমাহার
• Hillol Shop—আমাদের ই-কমার্স ট্যাব, যেখানে পাবেন
খেলনা, বই, STEM কিট, মাইন্ডফুলনেস কার্ড
ও প্যারেন্টিং অ্যাইড;
বাসায় শেখাকে আনন্দময় অভ্যাসে রূপ দেয়।
আমাদের বৈশিষ্ট্য | আপনার লাভ |
---|---|
সু-অভ্যাসের মাধ্যমে পরিবর্তন | ডেইলি রুটিনের সাথে মিল রেখে দৈনিক পাঠদান। |
সম্পূর্ণ শেখার একটি ইকোসিস্টেম | শিশু-কিশোর-অভিভাবক-পেশাজীবী—সবার জন্য রয়েছে জ্ঞান এবং সু-অভ্যাসের মাধ্যমে নিজেকে এগিয়ে নেয়ার সুযোগ । |
ই-কমার্স প্লাটফর্ম (Hillol shop) |
প্যারেন্টিং এর জন্য প্রয়োজনীয় সকল পণ্যের সমাহার, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সকল পণ্যে সহ বই, STEM KIT ইত্যাদি পণ্যের একটি ই-কমার্স প্লাটফর্ম। |
আমরা এমন এক বাংলাদেশ কল্পনা করি যেখানে—
জ্ঞান, অভ্যাস, সাফল্য — একসাথে।
স্বাগতম Growdemia-তে।